জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী
২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। ১ লক্ষ টাকার বন্ডে বুধবার তার জামিন মঞ্জুর করা হয়।এদিন মুম্বই কোর্টে রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি হয়। সেখানেই ১ লক্ষ টাকার মুচলেখায় জামিনের নির্দেশ দেয় কোর্ট। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুনানি চলে মুম্বই কোর্টে ৷ রিয়ার পাশাপাশি স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্তকেও এদিন জামিন দেওয়া হয়। রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবদনের শুনানি ছিল এদিন। রিয়া জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীকে। প্রসঙ্গত, মঙ্গলবারই রিয়া ও অন্যা্ন্য অভিযুক্তদের ২০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আরও পড়ুনঃফের রিয়া চক্রবর্তীর বিচারবিভাগীয় হেফাজত উল্লেখ্য, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। চা, কফি-সহ অন্য পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে সুশান্তকে দিতেন রিয়া। বিভিন্ন হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আসার পর থেকে এমনই অভিযোগ উঠতে শুরু করে। শুধু তাই নয়, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাদের সঙ্গে একযোগে রিয়া সুশান্তের জন্য মাদকের আমদানি করতেন বলে অভিযোগ ওঠে। এরপরেই অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ল্যাপটপ-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসতে শুরু করে তদন্তকারীদের কাছে। এরপ্রেই টানা জিজ্ঞাসাবাদের পর গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে।